হাওজা নিউজ এজেন্সি: হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধ বিরতির পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে নয়জন বন্দি মুক্তি পাওয়ার কথা থাকলেও, নতুন শর্ত অনুযায়ী শনিবারের মধ্যেই সবাইকে মুক্তি দিতে হবে।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আর পর্যায়ক্রমে বন্দি মুক্তির পরিকল্পনা মানতে রাজি নয়। এখন হামাসকে অবশ্যই তাদের হাতে থাকা সব বন্দিকে দ্রুত মুক্তি দিতে হবে।
চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “যদি সব (ইসরায়েলি) জিম্মিকে আগামী শনিবার দুপুর ১২ টার মধ্যে মুক্তি দেয়া না হয়, তাহলে যুদ্ধ বিরতি ভেঙে দেয়া উচিত।”
তিনি একইসাথে গাজায় আবারো ভয়াবহ আগ্রাসন চালালোর ইঙ্গিত দেয়। ট্রাম্পের সুরে সুর মিলিয়ে নেতানিয়াহু একতরফা নতুন দাবী জানালেন।
উল্লেখ্য যে, যুদ্ধ বিরতির শর্ত মানতে ইহুদিবাদী দখলদার ইসরায়েল গড়িমসি করায় বন্দি বিনিময় কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে হামাস।
আপনার কমেন্ট